টাঙ্গাইলে চার ক্লিনিক মালিককে জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
র বাসাইলে চার ক্লিনিক মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
টাঙ্গাইলের বাসাইলে চার ক্লিনিক মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যার নেতৃত্বে বাসাইলের ৪টি ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।
জানা যায়, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, পরিবেশ ছাড়পত্র, আয়কর ইত্যাদি কাগজ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৪টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মনি ক্লিনিককে ১০ হাজার টাকা, বিল্লাল ক্লিনিককে ৫ হাজার টাকা, খান ক্লিনিককে ৫ হাজার টাকা ও একতা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ‘‘আমরা ক্লিনিকগুলোকে এক মাসের সময় দিয়েছি। ক্লিনিকগুলোতে পরিবেশ, সনদপত্র, বর্জ্য ব্যবস্থাপনা, ইউরো ডাক্তার ও জরুরি বিভাগ পাওয়া যায়নি। অনেক জায়গায় নোংরা পরিবেশ পাওয়া গেছে।’’
তিনি আরও বলেন, ‘‘বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’
ঢাকা/কাওছার/সাইফ