ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সুদমুক্ত ঋণের প্রলোভন

টাঙ্গাইলের দুই উপজেলায় আটক ৫৩, গাড়ি জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২৫ নভেম্বর ২০২৪  
টাঙ্গাইলের দুই উপজেলায় আটক ৫৩, গাড়ি জব্দ

জব্দকৃত মাইক্রোবাস

সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে টাঙ্গাইলের ভূঞাপু‌র থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় কালো রঙের একটি মাইক্রোবাস জব্দ হয়।

এছাড়া, মধুপু‌রে এক‌টি বা‌স থেকে ৪০ জনকে জিজ্ঞাসাবা‌দের জন্য থানায় নেওয়া হ‌য়ে‌ছে। 

সোমবার (২৫ ন‌ভেম্বর) ভূঞাপু‌র থানার ওসি একেএম রেজাউল ক‌রিম ও মধুপুর থানার ওসি এমরানুল ক‌বির এ তথ্য জানান।

আরো পড়ুন:

ভূঞাপু‌রে আটকৃতরা হলেন- গোপালপুর উপ‌জেলার নার‌চি গ্রা‌মের দা‌নেজ আলীর ছে‌লে আব্দুর র‌শিদ, একই উপজেলার বনমালী গ্রা‌মের আব্দুল মান্না‌নে ছে‌লে জয়নাল হো‌সেন ও আইয়ুব নবীর স্ত্রী নাজমা বেগম, শিমলাপাগা গ্রা‌মের খ‌লিলুর রহসানের স্ত্রী শিল্পী, গোপালপু‌রের আব্দুল কা‌দেরের স্ত্রী সামীরন, নার‌চি গ্রা‌মের মৃত আমজাদ আলীর স্ত্রী হা‌ফিজা, ভুঞাপুর উপ‌জেলার চর ভরুয়া গ্রা‌মের বসা শে‌খের ছে‌লে ম‌হির উদ্দিন, একই গ্রা‌মের জামা‌লের ছে‌লে খায়রুল, মজু মিয়ার ছে‌লে সাগর, বসা‌ শে‌খের  ছে‌লে আব্দুস সামাদ, মৃত চান মিঞার ছে‌লে মোতা‌লেব, মৃত মিনহাজ মিয়ার ছে‌লে ঠান্ডু ও জু‌য়েল মিয়ার স্ত্রী র‌হিমা বেগম। 

জানা গেছে, বিনাসুদে লাখ থেকে কোটি টাকার ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে আজ সকালে ১৩ জন নারী ও পুরুষ ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামে একটি সংগঠনের সমাবেশে যোগ দিতে ঢাকায় যাচ্ছিলেন। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। জব্দ করা হয় তাদের বহনকারী মাইক্রোবাসটি। এর আগে, গতকাল রোববার রাতে দুই নারী আটক হন। সে সময় তা‌দের কাছ থে‌কে নগদ টাকা ও লিফ‌লেট পাওয়া যায়। 

এদি‌কে, আজ বি‌কে‌লে জেলার মধুপুরে এক‌টি বাস থে‌কে নারী ও পুরুষসহ ৪০ জন‌কে জিজ্ঞাসাবা‌দের জন্য থানায় নেয় পুলিশ। তারা আজ ভো‌রে জামালপুর থে‌কে বা‌সে ঢাকায় সমা‌বে‌শে যান। তবে, যার সঙ্গে যোগাযোগ করার কথা ছিল তার ফোন বন্ধ থাকায় সাভারের নবীনগর থেকে তারা ফিরে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

মধুপুর থানার ও‌সি এমরানুল ক‌বির বলেন, “বা‌সে থাকা ৪০ জন আজ ভো‌রে জামালপুর থে‌কে ঢাকায় যেতে রওনা হ‌ন এক লাখ টাকা দেবে ম‌র্মে। যার মাধ্যমে তারা ঢাকায় যা‌চ্ছিলেন সেই ব্যক্তির ফোন নম্বর সাভা‌রের নবীনগ‌রে যাওয়ার পর বন্ধ পান তারা। এ কারণে তারা ঢাকায় যাননি। তারা নবীনগ‌রে জাতীয় স্মৃ‌তি‌সৌ‌ধে ঘু‌রে জামালপু‌রে ফেরত যাচ্ছিলেন। টাঙ্গাইলের মধুপু‌র থেকে তা‌দের জিজ্ঞাসাবা‌দের জন্যা থানায় আনা হ‌য়ে‌ছে।” 

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল ক‌রিম বলেন, “অহিংস আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙের ঋণ‌ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়