বৃহস্পতিবার থেকে চলবে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘কেয়ারি সিন্দাবাদ’ নামে একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্টমার্টিন যাতায়াত করবে।
সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ রাইজিংবিডিকে এ তথ্য জানান।
এডিএম নিজাম উদ্দিন বলেন, ‘‘সেন্টমার্টিনে যাওয়ার অনুমতি চেয়ে কেয়ারি সিন্দাবাদ আবেদন করেছিল। সবকিছু বিবেচনা করে আমরা তাদের অনুমতি দিয়েছি। আগামী ২৮ নভেম্বর যাত্রী নিয়ে জাহাজটি সেন্টমার্টিন যেতে পারবে।’’
এর আগে, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক আদেশে সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করা হয়ে। আদেশে বলা হয়, সেন্টমার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। মন্ত্রণালয়ের গঠন করা যৌথ কমিটি এসব বিষয় দেখভাল করবে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালককে করা হয়েছে সদস্য সচিব।
২০২৩ সালের জানুয়ারিতে মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে ইনানী সৈকতে স্থাপিত নৌ-জেটি ব্যবহার করে সেন্টমার্টিনে পর্যটক পরিবহন করা হতো। ঘূর্ণিঝড় দানার প্রভাবে ইনানী জেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখান থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা/তারেকুর/মাসুদ