ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

বগুড়ায় পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রতারণা, গ্রেপ্তার ১৬

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ২৫ নভেম্বর ২০২৪  
বগুড়ায় পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রতারণা, গ্রেপ্তার ১৬

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে বগুড়ায় ১৬ জন গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) তাদের মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গতকাল রোববার পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় বগুড়া পুলিশ লাইন্সে তারা গ্রেপ্তার হন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সৈকত মিয়া (১৯), মো. জিসান ইসলাম (১৯), মো. আব্দুল্লাহ আল রাকিব (২০), মো. সিয়াম সরকার (১৯), মো. রতন মিয়া (১৯), মো. আবিদ হাসান (২০), মো. হাসিবুল হাসান ফাইম (১৯), মো. সামিউল ইসলাম সিয়াম (২০), মো. মেহেদী হাসান (১৯), মো. ফজলে রাব্বি (২০), মো. ফুয়াদ আলী (২০), মো. শাহীন আলম (২০), মো. বুলবুল ইসলাম (৩১), মো. ফজলুল কবির সোহাগ (৩৫)। এরা বগুড়ার বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

আরো পড়ুন:

এ ছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের মো. আতিকুল ইসলাম (২৯) এবং মো. রাসেল (২১) নামে দুই আরো দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, “গতকাল ‍রোববার পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা চলছিল। এ সময় সন্দেহজনক আচরণের কারণে ১২ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করা হলে প্রতারণার বিষয়টি উঠে আসে।” 

তি‌নি আরও বলেন, “তাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রতারক চক্রের আরো চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ছয়টি ব্ল্যাংক স্ট্যাম্প ও দুটি ব্ল্যাংক ব্যাংক চেক জব্দ করা হয়। মামলা দিয়ে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এই প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

ঢাকা/এনাম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়