ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২৫ নভেম্বর ২০২৪  
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ

রাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। এসময় বিক্ষোভকারীরা প্রথম আলো কার্যালয়ে হামলা চালিয়ে পত্রিকাটির সাইনবোর্ড ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নগরের কুমারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এসময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আলেম ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর’ ব্যানারে কিছু লোক রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হন। সেখানে তারা সমাবেশ করেন। এরপর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কুমারপাড়া এলাকার প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের দিকে যান।

আরো পড়ুন: প্রথম আলোর কার্যালয়ের সামনে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ

সেখানে তারা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন দেন। একইসঙ্গে তারা প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে হামলা চালান। প্রথম আলো লেখা সাইনবোর্ড খুলে ভাঙচুর করার পর তাতে আগুন ধরিয়ে দেন। পরে সবাই চলে যান।

বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ‘মৌখিকভাবে পত্রিকার সাইনবোর্ড পুড়িয়ে ফেলার ঘটনা আমাকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়