চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ করেন হিন্দুরা
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ করছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তারা সেখানে নানা ধরনের স্লোগান দিচ্ছেন।
এর আগে সম্মিলিত সনাতনী জাগরণ জোট সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশের আহ্বান জানায়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, “চেরাগী পাহাড় মোড়ে সনাতন ধর্মালম্বীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামল রয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর রাতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
ঢাকা/রেজাউল/মাসুদ