ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নরসিংদীর সড়কে প্রাণ হারালেন ২ বন্ধু

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২৫ নভেম্বর ২০২৪  
নরসিংদীর সড়কে প্রাণ হারালেন ২ বন্ধু

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া সিয়াম

নরসিংদীর পলাশে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু সাকিব ও সিয়াম নিহত হয়েছেন। 

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাংগা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে মারা যান তারা। পলাশ থানার ওসি মো. শহিদুল ইসলাম এতথ্য জানান। 

নিহত সাকিব (১৮) উপজেলার ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে। সিয়াম (১৮) একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে।

আরো পড়ুন:

এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে ৫টার দিকে তালতলা এলাকা থেকে সাকিব ও সিয়াম মোটরসাইকেলে ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে একটি ট্রলি তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সড়কের পাশে ছিটকে পড়ে দুই বন্ধু আহত হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের।

গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রলিটি জব্দ করা হলেও সেটির চালক পালিয়ে গেছেন।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক মনির হোসেন জানান, সিয়ামকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। ১৫ মিনিট চিকিৎসাধীন থাকার পর সিয়াম মারা যান।

ওসি শহিদুল ইসলাম বলেন, ‍“খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়