ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজারে মশাল হাতে বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৩৪, ২৫ নভেম্বর ২০২৪
চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজারে মশাল হাতে বিক্ষোভ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ ও মিছিল করেছেন হিন্দুরা। 

সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের প্রধান ও শহীদ মিনার সড়ক থেকে মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে অবস্থান নেন তারা। এসময় মশাল ও প্লেকার্ড হাতে নানা স্লোগান দিতে শোনা যায় তাদের। পরে রাত ৮টা ৪০ মিনিটের দিকে তারা মিছিল নিয়ে গোলদিঘীর পাড়ের দিকে যান।

গোলদিঘীপাড় এলাকার বাসিন্দা রানী দাশ বলেন, “আমাদের অধিকার আদায়ের পক্ষে কথা বলায় ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাতে এসেছি। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।” 

আরো পড়ুন:

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কক্সবাজারের সংগঠক বুলবুল তালুকদার বলেন, “ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করায় কক্সবাজারের হরিজনপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে হিন্দুরা মশাল হাতে মিছিল করেন। একই সঙ্গে ৮ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তি না হওয়া পর্যন্ত বিক্ষুদ্ধ তারা প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাবেন।”

এর আগে, আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামল রয়েছে। 

গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর রাতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়