ঢাকা     মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৩, ২৬ নভেম্বর ২০২৪
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ৬ষ্ঠ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। 

এর আগে বেলা ১১টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা তার জামিন আবেদন জানান। শুনানী শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। 

এর আগে সোমবার (২৫ নভেম্বর)  বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

চিন্ময় কৃষ্ণকে আদালতে আনার পূর্বে পুরো আদালত ভবনে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। এর মধ্যে আদালত চত্বরে বিপুল সংখ্যক সনাতনী জাগরণ সংঘের অনুসারীরা সমবেত হয়েছেন। 

ঢাকা/রেজাউল/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়