১০ কোটি টাকা শুল্ক ফাঁকি, চট্টগ্রামে বিলাসবহুল গাড়ি জব্দ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম থেকে নিশান সাফারি ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আমদানির নথিপত্র না থাকায় শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে সন্দেহে গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটির আনুমানিক শুল্ক–কর ১০ কোটি টাকা।
সোমবার রাতে খুলশীর ১ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ির হাছান টাওয়ার-১ এর বাসিন্দা পারভেজ উদ্দিনের হেফাজত থেকে গাড়িটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন জানান, গাড়িটির বর্তমান মালিকের প্রতিনিধি মো. পারভেজ উদ্দিন আমদানি সংক্রান্ত কোনো দলিলাদি দেখাতে পারেননি। তিনি একটি হলফনামা দেখান। তাতে দেখা যায়, মো. ওসমান গনি মেঘনা সিডস ক্রাসিং লিমিটেডের কাছ থেকে দেড় কোটি টাকায় গাড়িটি কিনেছেন, যাবতীয় কাগজ বুঝে পেয়েছেন এবং সরকারি রাজস্ব সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হলে তিনি দায় বহন করবেন।
তিনি আরও জানান, কাস্টম হাউস চট্টগ্রামে গাড়ির চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর, মডেল, সিসি, রং, ব্রান্ড চেয়ে চিঠি দিলে কোনো বিল অব এন্ট্রি দাখিল হয়নি বলে জানায়। এই গাড়ির ব্যাপারে বিআরটিএও কিছু জানাতে পারেনি রেজিস্ট্রেশন সম্পর্কে। তাই গাড়িটি জব্দ করে কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।
গাড়িটির মোট আমদানি শুল্ক ৮২৭ শতাংশ এবং আনুমানিক শুল্ক-কর ১০ কোটি টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ঢাকা/রেজাউল/ইমন