ঢাকা     মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

উপকূলীয় এলাকায় বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, বেড়েছে শীতের তীব্রতা 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৪৮, ২৬ নভেম্বর ২০২৪
উপকূলীয় এলাকায় বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, বেড়েছে শীতের তীব্রতা 

উপকূলীয় এলাকায় শীতের তীব্রতা বেড়েছে। বেলা বাড়লেও গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশা ও তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীরা। চরম দুর্ভোগ পোহাচ্ছেন গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরা।

এদিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ১৯৭০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপশ্চিম অবস্থান করছিলো। 

উপকূলীয় এলাকায় এর তেমন কোন প্রভাব না পারলেও শীতের তীব্রতা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। এদিকে নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া আকারে বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, নিম্নচাপের প্রভাবে শীতের তীব্রতা, ঘন কুয়াশার ঘনত্ব এবং কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে তা ঝড়ো হাওয়া বয়ে যাবে কিনা সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা।

ঢাকা/ইমরান/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়