ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

চিন্ময় অনুসারীদের সঙ্গে চট্টগ্রামে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫২, ২৬ নভেম্বর ২০২৪
চিন্ময় অনুসারীদের সঙ্গে চট্টগ্রামে পুলিশের সংঘর্ষ

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের সঙ্গে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় পুলিশের সংঘর্ষ হয়েছে।

আরো পড়ুন: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের সরিয়ে দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরো পড়ুন:

আরো পড়ুন: চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামে আদালতে হাজির করা হয়েছে

এর আগে, আজ সকাল ১১টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৬ষ্ঠ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা জামিন আবেদন জানান। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন: চিন্ময় কৃষ্ণকে কারাগারে নিতে বাধা, প্রিজন ভ্যানের সামনে বিক্ষোভ 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিচারক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যখন তাকে কারাগারে নেওয়ার চেষ্টা করা হয় তখন তার শত শত অনুসারী প্রিজনভ্যানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের অনেকেই প্রিজনভ্যানের সমানে শুয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। বিকেল ৩টার দিকে পুলিশ অ্যাকশনে গেলে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাটিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।  

আরো পড়ুন: চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

বিক্ষোভকারীরা আদালত চত্বরের বাইরে এসে নগরীর লালদিঘী, জেলা পরিষদ ও কোতোয়ালী মোড় এলাকায় সমবেত হয়ে পুলিশের ওপর ইট নিক্ষেপ করতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি'র একাধিক টিম ঘটনাস্থলে যায়।  

আরো পড়ুন: চিন্ময় ব্রহ্মচারী আটক, ঐক্য পরিষদের ক্ষোভ

প্রসঙ্গত, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল সোমবার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোরে তাকে চট্টগ্রাম আনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। এরপর সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়