ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

সোয়া ৯ লাখ সৌদি রিয়ালসহ বিমানযাত্রী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২৬ নভেম্বর ২০২৪  
সোয়া ৯ লাখ সৌদি রিয়ালসহ বিমানযাত্রী গ্রেপ্তার 

গ্রেপ্তারকৃত দুবাইগামী যাত্রী দুলাল জমাদ্দার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ প্রায় সোয়া ৯ লাখ সৌদি রিয়ালসহ দুবাইগামী যাত্রী দুলাল জমাদ্দারকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা বাদশা ফয়সাল জানান, সন্দেহজনক গতিবিধির কারণে ইউএস বাংলা ফ্লাইটের ক্রুরা প্রথমে যাত্রী দুলাল জমাদ্দারকে চট্টগ্রামে অফলোড করেন। পরবর্তীতে ইউ এস বাংলা কর্তৃপক্ষ তাকে তার হ্যান্ড লাগেজসহ নিরাপত্তা শাখায় যোগাযোগ করেন। কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল থাকার কথা স্বীকার করেন। 

তিনি জানান, তার লাগেজ থেকে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

বর্তমানে গ্রেপ্তার যাত্রী কাস্টমস হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান নিরাপত্তা কর্মকর্তা বাদশা ফয়সাল।

চট্টগ্রাম/রেজাউল/বকুল  


সর্বশেষ

পাঠকপ্রিয়