ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কুমিল্লার ট্রেনের ধাক্কায় নিহতের ঘটনায় তদন্ত কমিটি

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:০৭, ২৬ নভেম্বর ২০২৪
কুমিল্লার ট্রেনের ধাক্কায় নিহতের ঘটনায় তদন্ত কমিটি

কুমিল্লার বুড়িচংয়ে রেলক্রসিং পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার সাত যাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে রেলওয়ের কুমিল্লার ঊর্ধ্বতন কর্মকর্তা (পথ) মো. লিয়াকত আলী এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ জন নিহত

আরো পড়ুন:

চার সদস্যের তদন্ত কমিটিতে কুমিল্লা রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসানকে আহ্বায়ক করা হয়েছে। অন্য তিন সদস্যদের নাম জানা যায়নি।

মো. লিয়াকত আলী জানান, তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঢাকা/রুবেল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়