ঢাকা     মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

হাওরের উড়ালসড়ক নির্মাণ বেগবান করার দাবিতে সর্বদলীয় মানববন্ধন

কিশোরগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫২, ২৬ নভেম্বর ২০২৪
হাওরের উড়ালসড়ক নির্মাণ বেগবান করার দাবিতে সর্বদলীয় মানববন্ধন

হাওরের উড়ালসড়ক নির্মাণ বেগবান করার দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেন

কিশোরগঞ্জের হাওরে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ আলোচিত উড়ালসড়কটির কাজ বন্ধ না করে আরও বেগবান করার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় লোকজন। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে জেলার হাওর উপজেলা করিমগঞ্জের মরিচখালী এলাকায় এ দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন অংশ নেয়।

মানববন্ধনে বলা হয়, উড়াল সড়কটি নির্মিত হলে যোগাযোগসহ কৃষি, মৎস্য ও শিল্পখাতের ব্যাপক উন্নতি হবে। পর্যটন শিল্পের বিকাশসহ বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাই গণমানুষের স্বার্থে থমকে থাকা প্রকল্পটির কাজ বেগবান করার আহ্বান জানান তারা। এটি হাওরসহ কিশোরগঞ্জবাসীর প্রাণের দাবি। 

আরো পড়ুন:

মানববন্ধনে অংশগ্রহণ সর্বদলীয় নেতারা বলেন, ‘‘হাওরবাসীর অতি প্রয়োজনীয় প্রকল্প এই উড়াল সড়ক। এটি কারও ব্যক্তিগত প্রকল্প নয়। এ প্রকল্পের বাস্তবায়ন হলে কিশোরগঞ্জের হাওরবাসীসহ পুরো এলাকার যোগাযোগ ও জীবন ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যাবে। আমরা দলমত নির্মিশেষে সবাই চাই প্রকল্পটির বাস্তবায়ন হোক। রাজনৈতিক কারণে প্রকল্পটি যেন বন্ধ করে দেওয়া না হয়।’’  

তারা আরও বলেন, ‘‘আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনো কোনো মহলের পক্ষ থেকে প্রকল্পটি বাতিলের কথা বলা হচ্ছে। তবে আমরা বলি, এই প্রকল্প আমাদের জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে। প্রাথমিক পর্যায়ে থাকা উড়াল সড়কের কাজ বন্ধ করা যাবে না। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, কাজটি শেষ করতে হবে। হাওরের মানুষের আর্থসামাজিক উন্নয়ন থামিয়ে দেওয়া যাবে না। মিথ্যা গুজব ছড়িয়ে, ভুল তথ্যের ভিত্তিতে যদি উড়াল সড়ক প্রকল্পটি বাতিল করা হয়, তাহলে হাওরাবাসী কিছুতেই তা মেনে নেবে না। সব রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় লোকজনের দাবি উড়াল সড়কের কাজ যেন এগিয়ে যায়। কোন সরকারের আমলে প্রকল্প নেওয়া হয়েছে, তা দেখার বিষয় নয়, দেখতে হবে প্রকল্পটি মানুষের উপকারে লাগবে কি-না। তাই আমরা উড়াল সড়কের পক্ষে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি।’’  

মানববন্ধনে বক্তৃতা করেন, করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মুহাম্মদ হেদায়েত উল্লাহ ও তোফায়েল আহমেদ জাহেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকসেদুল মমিন সবুজ, গুণধর ইউনিয়ন জামায়াতের আমীর আমিনুল ইসলাম, জাতীয় পার্টির ইউনিয়ন সহ-সভাপতি নজরুল ইসলাম, জাপা নেতা নূরুল ইসলাম, যুবলীগ নেতা মঈনউদ্দিন প্রমুখ।

আলোচিত উড়ালসড়ক প্রকল্পটি করিমগঞ্জের মরিচখালি থেকে শুরু হয়ে মিঠামইন গিয়ে শেষ হওয়ার কথা। এটির দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার। এতে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬৫১ কোটি টাকা। প্রকল্পটির কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকল্পটির ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দেয়। এই আশঙ্কা থেকে হাওরের লোকজন দলমত নির্বিশেষে প্রকল্পটির কাজ বেগবান করার দাবি জানিয়েছেন। 

এলাকাবাসীর দাবি, উড়াল সড়ক নির্মিত হলে বৃহত্তর হাওরাঞ্চলসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে। বিকশিত হবে, কৃষি, মৎস্য, পর্যটন ও শিল্পখাত। কর্মসংস্থান হবে বিপুল জনগোষ্ঠীর।

ঢাকা/রুমন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়