ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পঞ্চগড়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ২৬ নভেম্বর ২০২৪  
পঞ্চগড়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী সোলেমান আলীকে (৫৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম রেজাউল বারী এ দণ্ডাদেশ দেন।

অভিযুক্ত সোলেমান আলী আটোয়ারী উপজেলার দক্ষিণ সুখ্যাতি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় ছিলেন। 

২০১৮ সালের ১৭ মে সোলেমান আলীকে একমাত্র আসামি করে আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত জোসনা বেগমের ভাই সহিদুল ইসলাম। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আরো পড়ুন:

মামলার নথি সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে সোলেমান আলীর সঙ্গে মামলার জোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। বিভিন্ন সময় সালিস বৈঠকও হয়। ২০১৮ সালের ১৭ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোসনা বেগমকে হত্যা করে ঘরের মধ্যে মরদেহ রেখে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান সোলেমান আলী। আসামি নিজের স্ত্রীকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেছেন, পুলিশের প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, এ রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন। 
 

ঢাকা/নাঈম/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়