ঢাকা     মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২৬ নভেম্বর ২০২৪  
হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আটক রুবেল মিয়া

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে আবাসিক হোটেলে নিয়ে স্ত্রী রুকসানা বেগমকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী রুবেল মিয়াকে (৩৭) আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মাদ আরিফ হোসেন জানান, সোমবার (২৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানী ঢাকার মিরপুরের মাজার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে, গতকাল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রংধনু আবাসিক হোটেলের ৫২৬ নম্বর রুম থেকে গলাকাটা অবস্থায় স্বাস্থ্যকর্মী রুকসানা বেগমের মরদেহ উদ্ধার হয়।

আরো পড়ুন:

আটক রুবেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার লাল মিয়ার ছেলে।

নিহত রুকসানা বেগম আটক রুবেল মিয়ার স্ত্রী। তিনি ঢাকার সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে স্বাস্থ্যকর্মী ছিলেন।

র‌্যাব জানায়, রুকসানা বেগমের স্বামী রুবেল মিয়া বেকার ছিলেন। এ কারণে পারিবারিক কলহের সৃষ্টি হয়। রুবেল কাজ না করলে বিবাহবিচ্ছেদের হুমকি দেন রুকসানা বেগম। ফলে রুবেল মিয়া ক্ষুব্ধ হন। রুবেল তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে গত রোববার মধ্যরাতে রুকসানাকে নিয়ে মানিকগঞ্জে আসেন।

রাত হয়ে যাওয়ার অজুহাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রংধনু আবাসিক হোটেলে ৫২৬ নম্বর রুম ভাড়া নেন তারা। হোটেল কক্ষে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রুকসানা বেগম ঘুমিয়ে পড়েন। ধারালো অস্ত্র (চাকু) দিয়ে রুকসানার গলাকেটে হত্যার পর পালিয়ে যায় রুবেল। সোমবার দুপুরে হোটেলের ম্যানেজার রুমের ভেতরে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মাদ আরিফ হোসেন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য র‌্যাব-৪ এর সিপিসি-৩ একটি দল কাজ শুরু করে। এরপর হোটেলের সিসিটিভির ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে (রুবেল) আটক করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটকের পর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলেও র‌্যাবের এই কর্মকর্তা জানান।

ঢাকা/চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়