চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে আদালত বর্জনের ডাক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে লালদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)। তিনি লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘‘আমাদের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মহানগর দায়রা জজ, জেলা দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সব আদালতের কার্যক্রম আমরা সাসপেন্ড ঘোষণা করছি।’’
আইনজীবী সমিতির পক্ষ থেকে সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে সমিতির নেতারা বলেন, ‘‘নিহত আইনজীবীর পরিবারের সাথে আলাপ করে ভিডিও ফুটেজ দেখে যারা এই হত্যাকাণ্ডে ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’’
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপির নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)।
ঢাকা/রেজাউল/সাইফ