ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের সারি
মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল ও দূর পাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের প্রতিবাদে ঝালকাঠি থেকে ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল থেকে এ ধর্মঘটের ডাক দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বে-আইনি হলেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে পুরোদমে চলছে অবৈধ মাহিন্দ্র ও ব্যাটারি চালিত অটোরিকশা। এর পাশাপাশি দূর পাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের কারণে বাস মালিকদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। এ কারণে মহা সড়কে আজ সকালে মালিক সমিতি পূর্বের ন্যায় চেকপোস্ট বসালে তাতে বাধা দেয় স্থানীরা।
এর প্রতিবাদে ঝালকাঠি থেকে বরিশাল, ভান্ডারিয়া, পিরোজপুর, মঠবাড়িয়া, বাগেরহাট ও খুলনাসহ ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত এসব রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন এসব রুটে যাতায়াতকারী সাধারণ মানুষ।
ঝালকাঠি থেকে বরিশালগামী যাত্রী সুমন হোসেন বলেন, “পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে বাস বন্ধ করায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি।”
ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক টিপু সুলতান বলেন, “মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল ও দূর পাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহন বন্ধ করতে হবে। তা না হলে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।”
ঢাকা/অলোক/সনি