ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্বরণে সভা

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ২৬ নভেম্বর ২০২৪  
শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্বরণে সভা

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে ওই স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান সেলিমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হাসান মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাজিতখিলা ইউনিয়ন যুবদলের সদস্য মেজবাহুল ইসলাম শিবলু ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আজিজুর রহমান প্রমুখ। 

ঢাকা/তারিকুল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়