ঢাকা     মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

শার্শায় বিএনপির সমাবেশে সংঘর্ষ, আহত ৭ 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:৪৩, ২৬ নভেম্বর ২০২৪
শার্শায় বিএনপির সমাবেশে সংঘর্ষ, আহত ৭ 

ছবি সংগৃহীত

যশোরের শার্শায় বিএনপির সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত সাত জন আহত হয়েছেন। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানান এলাকাবাসী। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, ‍“সমাবেশকে কেন্দ্র করে আগে থেকেই উত্তেজনা ছিল। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

এলাকাবাসী জানায়, শার্শা উপজেলা বিএনপির একাংশের নেতারা আজ বিকেল ৩টায় নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়।

সোমবার থেকেই সমাবেশ নিয়ে গোড়পাড়া এলাকায় উত্তেজন বিরাজ করছিল। এ কারণে আজ সকাল থেকে সমাবেশ স্থলে পুলিশ মোতায়েন হয়। দুপুর ১টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসান জহির গ্রুপ মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায়। তারা সমাবেশ মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

 মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি হামলায় তাদের ৭ জন নেতাকর্মী আহত হয়েছে।

এ বিষয়ে জানতে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসান জহিরের মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়