ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ২৬ নভেম্বর ২০২৪  
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। অজ্ঞাত গাড়ির ধাক্কায় তারা মারা গেছেন বলে ধারণা করছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে মোতাললেব হোসেন (৪৫) পাবনা জেলার চাটমোহর উপজেলার কেশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে এবং শাহ আলম (৪৩) একই এলাকার মৃত জয়েন প্রামানিকের ছেলে। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানায়, আজ সকালে ব্যবসায়ীক কাজে মোটরসাইকেলে করে মোতাললেব ও শাহ আলম গুরুদাসপুরে যান। কাজ শেষে দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক দিয়ে চাটমোহরে ফিরছিলেন তারা। ধারণা করা হচ্ছে, উপজেলার কাছিকাটা ১০ নম্বর ব্রিজের ওপর একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এলাকাবাসী মরদেহ পড়তে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। 

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন জানান, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়