ট্রাকে আস্ত ঘর তুলে নিলো আ.লীগ নেতা, খোলা আকাশের নিচে অসহায় পরিবার
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খোলা আকাশের নিচে দিন যাপন করছেন অসহায় পরিবারটি
বরগুনায় রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল ও ঘরবাড়ি লুট করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
এর পর থেকে গত চারদিন ধরে খোলা আকাশের নিচে দিন পার করছে একটি পরিবার।
থানায় অভিযোগ না নেওয়ায় বরগুনা জেলা প্রশাসক বরাবর কুলসুম বেগম (৫৪) নামের এক ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দাপট দেখিয়ে জোর করে কুলসুম বেগমের জমি দখল করার পাঁয়তারা করে আসছিলেন চাওড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খান বাদল।
এই নিয়ে ভুক্তভোগী ওই নারী আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে তিনি ওই ইউপি চেয়ারম্যানকে সতর্ক করে দেন।
এরপর বাদল চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতের আঁধারে শতাধিক লোক নিয়ে হামলা চালায়। এ সময় ঘরের সমস্ত মালামাল (ঘরসহ) ট্রাকে করে নিয়ে যায়। এরপর থেকে খোলা আকাশের নিচে দিন পার করছেন কুলসুম বেগম।
কুলসুম বেগম বলেন, “থানায় অভিযোগ করতে গিয়েছিলাম কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি। আমার তিন সন্তানসহ খোলা আকাশের নিচে থাকছি। আদালতে মামলা করার ব্যয় বহনের সামর্থ্য নেই। তাই জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছি।”
আসবাবপত্র ফেলে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী খালে
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল বলেন, “২১ বছর আগে কুলসুমের মা আমার কাছে জমি বিক্রি করেছে। আমি ওই জমির মালিক। জমিতে কোনো বসতঘর ছিল না।”
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “আমি জানি এদের সাথে একটি জমি নিয়ে বিবাদ চলছে। তবে ঘর উচ্ছেদের ঘটনা সম্পর্কে আমি অবগত নই।”
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি, একজন নিবার্হী ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন। ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই ঘটনার তদন্ত শেষ হবে।”
ঢাকা/ইমরান/সনি