ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

কাহালুতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২৭ নভেম্বর ২০২৪  
কাহালুতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ফাইল ফটো

বগুড়ার কাহালুতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (৪০) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘‘গতকাল রাতে বোরাইল গ্রামের মতিউর রহমানের গোয়াল ঘরে ৫-৭ জন চোর গরু চুরির উদ্দেশে প্রবেশ করে। তখন মতিউর রহমানের ছেলে নূর আলম গোয়াল ঘরের পেছনে পাহারা দিচ্ছিলেন। চোর প্রবেশের করার বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার শুরু করেন তিনি। এ সময় চোরের দল গোয়াল ঘর থেকে বের হয় নূর আলমকে মারধর শুরু করে। একই সময়ে গ্রামবাসী চলে এলে চোরের দল পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’

ওসি আরও বলেন, ‘‘নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন:

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়