ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩০, ২৭ নভেম্বর ২০২৪
আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল 

জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের জানাজায় মানুষের ঢল।

চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারীদের হামলায় নিহত চট্টগ্রাম আদালতের আইনজীবী ও এপিপি সাইফুল ইসলাম আলিফের জানাজায় মানুষের ঢল নেমেছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টা ও ১১টায় দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়। 

সকালে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আদালত ভবন চত্বরে। সকাল সোয়া ১১টায় দ্বিতীয় এবং সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয় নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। 

জানাজায়, সমগ্র চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ অংশ নেন। সকাল ১০টা থেকেই জানাজায় অংশ নিতে স্রোতের মতো মানুষ আসতে থাকে জমিয়তুল ফালাহ মসজিদ অভিমুখে। সকাল ১১টার আগেই জমিয়তুল ফালাহ ময়দান পরিপূর্ণ হয়ে যায় মানুষের ভিড়ে। 

জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর জামাতের আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ছিলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। ২০১৮ সালে তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হন এবং পরবর্তী সময়ে হাইকোর্টে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলন চলাকালে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় চট্টগ্রামের আইনজীবীরা বুধবার আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন। নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অন্তত ২৭ জনকে আটক করে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনতে তদন্ত চলছে।

ঢাকা/রেজাউল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়