ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

সোনামসজিদ দিয়ে পেঁয়াজ-আলু আমদানি শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২৭ নভেম্বর ২০২৪  
সোনামসজিদ দিয়ে পেঁয়াজ-আলু আমদানি শুরু

সোনামসজিদ স্থলবন্দর। ফাইল ফটো

একদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ-আলু আমদানি আবারো শুরু হয়েছে। 

বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই বন্দরে ২১৬ টন পেঁয়াজ এবং ২২২ টন আলু আমদানি হয়েছে। 

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান এ তথ্য জানান। 

আরো পড়ুন:

আমদানিকারকরা জানান, ভারতে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এ কারণে গতকাল মঙ্গলবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। আমদানি বন্ধের খবরে রাতারাতি এসব পণ্যের দাম বাজারে বেড়ে যায়।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, সকাল থেকেই পেঁয়াজ ও আলু আমদানি শুরু হয়েছে। আজ বিকেল পর্যন্ত ১২টি ট্রাকে ২১৬ টন পেঁয়াজ ও ১০টি ট্রাকে ২২২ টন আলু স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করেছে। 

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়