ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

মুন্সীগঞ্জের খালে মিললো প্রবাসীর মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২৭ নভেম্বর ২০২৪  
মুন্সীগঞ্জের খালে মিললো প্রবাসীর মরদেহ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকার একটি খালের পাশ থেকে রমজান মুন্সী (৪০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীনগর থানার ওসি কাউয়ূম উদ্দিন চৌধুরী জানান, বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার হয়। 

নিহত রমজান মুন্সী একই গ্রামের মৃত খোকা মুন্সীর ছেলে। তিনি সিঙ্গাপুরে থাকতেন।

আরো পড়ুন:

শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলী হোসেন বলেন, “রমজান আমার গ্রামের ছেলে। দেড় মাস আগে ছুটিতে তিনি বাড়ি আসেন। গত সোমবার তার সিঙ্গাপুরে চলে যাওয়ার কথা ছিল। গত রোববার তিনি দেওলভোগ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ তার লাশ পাওয়া গেছে আমাদের এলাকার খালের পাড়ে।” 

শ্রীনগর থানার ওসি কাউয়ূম উদ্দিন চৌধুরী বলেন, “খাল পাড়ে লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ সদস্যরা দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।” 

তিনি আরো বলেন, “জানা গেছে, নিহত ব্যক্তি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। গতকাল তার সিঙ্গাপুর ফিরে যাওয়ার কথা ছিল। রোববার থেকে এই ব্যক্তি নিখোঁজ ছিলেন। শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) হয়েছিল। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রতন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়