ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চট্টগ্রামে আইনজীবী হত্যা: অভিযুক্ত শুভ দাসের ছাত্রত্ব বাতিল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫৪, ২৭ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে আইনজীবী হত্যা: অভিযুক্ত শুভ দাসের ছাত্রত্ব বাতিল 

আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত শুভ কান্তি দাস (হলুদ গেঞ্জি পরিহিত)

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত থাকার অভিযোগে শুভ কান্তি দাসের ছাত্রত্ব বাতিল করেছে চট্টগ্রামের বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত ড. এস এম শোয়াইব স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়।

অভিযুক্ত শুভ কান্তি দাস বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৬তম ব্যাচের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী।

রেজিস্টার ড. এস এম শোয়াইব এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (২৭ নভেম্বর) একাডেমিক কমিটির বৈঠকে শুভ কান্তি দাসের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর সময় পুলিশের সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষ হয়। এর এক পর্যায়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী ও এপিপি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার পর দেশীয় অস্ত্রসহ একদল যুবকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে থাকা একজন শুভ কান্তি দাস বলে নিশ্চিত হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ছবিতে থাকা যুবকেরাই আলিফ হত্যায় অংশ নিয়েছেন বলে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে দেখা যাচ্ছে।

খুনের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর শুভ কান্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়