ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চট্টগ্রামে পুলিশের ৩ মামলায় আসামি ১৪০০ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৪৬, ২৭ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে পুলিশের ৩ মামলায় আসামি ১৪০০ 

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় গতকাল মঙ্গলবার পুলিশের ওপর বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালায় তার সমর্থকরা

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নিতে বাধা, পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় ১ হাজার ৪০০ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। 

বুধবার (২৭ নভেম্বর) নগরের কোতোয়ালী থানায় মামলা তিনটি হয়। এতে ৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত। ইতোমধ্যে ২৭ জনকে এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ আজ সন্ধ্যায় এ তথ্য জানান। 

আরো পড়ুন:

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। সে সময় তাকে আদালত থেকে কারাগারে নিতে বাধা দেন তার অনুসারীরা। এ সময় প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের ১২ জন সদস্য আহত হন। এছাড়া ভাঙচুর করা হয় পুলিশের ব্যবহৃত একটি গাড়ি এবং আইনজীবিদের একাধিক গাড়ি।

এছাড়া বিক্ষোভকারীরা আদালত চত্বর থেকে ছত্রভঙ্গ হয়ে কোতোয়ালী থানার রঙ্গম সিনেমা হল এবং কোতোয়ালী মোড় এলাকাতেও পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর করে। এসব ঘটনায় পৃথকভাবে কোতোয়ালী থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অন্তত ১৪০০ জনকে নাম না জানা আসামি করা হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়