ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ইসকন নিষিদ্ধ করতে হবে: সারজিস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৫০, ২৭ নভেম্বর ২০২৪
ইসকন নিষিদ্ধ করতে হবে: সারজিস

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবরের পাশে সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অন্যরা

গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী হিন্দু ধর্মালবম্বীদের প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বন্ধের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘‘আমার ভাইয়ের লাশ সামনে রেখে বলছি, ইসকন নিষিদ্ধ করতে হবে।’’

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে তিনি এ সব কথা বলেন। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আদালত থেকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে আলিফ কুপিয়ে হত্যা করা হয়।

সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘‘আমরা সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আমাদের এ সহানুভূতি কাজে লাগিয়ে গলায় ছুরি মারলে আমরা তাকে নিস্তার দিবো না।’’ তিনি আরও বলেন, ‘‘বিগত ১৬ বছরে খুনি হাসিনা এই ইসকন-কে তিলে তিলে বড় করেছেন, তাদের প্রতিষ্ঠিত করেছেন।’’

আরো পড়ুন:

সারজিস আলম বলেন, ‘‘আওয়ামী লীগের দোসররা ভারতে গিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা দিনের বেশিরভাগ সময় শান্তিপূর্ণ বাংলাদেশকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকেন। স্বৈরাচারের দোসরদের বাংলার মাটিতে আর স্থান হবে না।’’

জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। শহীদের রক্তের উপর মাড়িয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদী গোষ্ঠীকে এ বাংলার মাটিতে স্থান দেওয়া হবে না।’’
 

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়