ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

অপরাধের দায় ব্যক্তির, দল বা সংগঠনের নয়: হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ২৭ নভেম্বর ২০২৪  
অপরাধের দায় ব্যক্তির, দল বা সংগঠনের নয়: হাসান আরিফ

চট্টগ্রাম সার্কিট হাউজে বুধবার আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, “সন্ত্রাসী কার্যক্রমের জন্য যে সাজা হওয়া দরকার সেটা রাষ্ট্রদোহিতায় হোক বা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার উসকানিদাতা হোক, অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে। কেউ অপরাধ করলে তার দায়ভার ব্যক্তির, কোনো দল বা সংগঠনের নয়।”

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রামে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হাসান আরিফ বলেন, “ধারাবাহিকভাবে কেউ যদি কোনো সংগঠনের পরিচয় ব্যবহার করে থাকে সেটা তার ব্যক্তিগত অপরাধ। সেই ব্যক্তি দোষী হবেন। ওই ব্যক্তির ধর্মীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়, সামাজিক পরিচয় আসবে না। তখন শুধু তার পরিচয় হবে শুধু অপরাধী। তাকে শাস্তি পেতে হবে।” 

আরো পড়ুন:

তিনি বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন। যেহেতু তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি, এজন্য তারা এসব করার সুযোগ পেয়েছেন। এখনই সময় এসেছে যারা নিষিদ্ধ সংগঠনের (ছাত্রলীগ) সদস্য ছিলেন তাদের আইনের আওতায় আনা। তাদের এই মুহূর্তে বাইরে রাখলে, আমাদের আশঙ্কা, সমাজের আশঙ্কা যে তারা এ ধরনের কর্মকাণ্ড করে যাবে।”

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার কথা তুলে ধরে বলেন, “আলিফকে মধ্যযুগীয় কায়দায় মারা হায়েছে। পেশাদার খুনি ছাড়া এ রকম কেউ করতে পারে না।” 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদ, খান তালাত মাহমুদ রাফি, নগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান আর কে দাস রুপু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, সদস্য বিপ্লব পার্থ, চট্টগ্রাম নগর সদস্য সচিব বাপ্পি দে, দক্ষিণ জেলার সদস্য সচিব উজ্জ্বল বরন বিশ্বাস, সদস্য সৌরভ প্রিয় পাল, বিপ্লব চৌধুরী বিল্লু।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়