ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সারজিস-হাসনাতের প্রাইভেট কারে ট্রাকের ধাক্কা, ভেতরে ছিলেন না তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ২৩:০২, ২৭ নভেম্বর ২০২৪
সারজিস-হাসনাতের প্রাইভেট কারে ট্রাকের ধাক্কা, ভেতরে ছিলেন না তারা

দুর্ঘটনার কবলে পড়া প্রাইভেট কার। ইনসেটে হাসনাত ও সারজিস।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে বহনকারী প্রাইভেট কারকে ধাক্কা দিয়েছে একটি দ্রুতগামী ট্রাক। তবে ওই সময় তাদের দুজন ওই প্রাইভেট কারে ছিলেন না। 

হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সারজিস আলম জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার এএসআই মো. আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে একটি দ্রুতগামী ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে প্রাইভেট কারটি সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, “সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ ওই প্রাইভেট কারে করে অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। তবে ফেরার সময় অন্য গাড়িতে ছিলেন। দুর্ঘটনায় কবলিত কারটি তাদের গাড়ি বহরের সাথেই ছিল। তারা দুজনেই অক্ষত রয়েছেন।” 

ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এএসআই মো. আলিম।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মুমিন ফরহাদ বলেন, “দুর্ঘটনায় কবলিত গাড়িটি ছাত্র আন্দোলনের নেতা হাসনাত ও সারজিসের গাড়ি বহরের সাথে ছিল। কালো রঙের ওই প্রাইভেট কারটিতে চালকসহ চারজন ছিলেন। তাদের মধ্যে একজন ছাত্র আন্দোলনের নেতা মো. আলী নেওয়াজ। অন্যদের নাম এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় প্রাইভেট কারের সামনে অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা কেউ গুরুতর আহত হয়নি।”

তিনি আরো বলেন, “ট্রাকসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। হত্যাচেষ্টার অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞেসাবাদ করছি। পরে বিস্তারিত জানানো হবে।”

এদিকে, রাত ১০টার একটু আগে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি নিজের ফেসবুকে লাইভ করেন। ওই লাইভের শিরোনামে তিনি হত্যচেষ্টার অভিযোগ করে লেখেন, “আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। শহিদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদের ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়।”

ঢাকা/রেজাউল/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়