ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

হাইমচরে সড়ক বেহাল, চলাচলে ভোগান্তি

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৫৩, ২৮ নভেম্বর ২০২৪
হাইমচরে সড়ক বেহাল, চলাচলে ভোগান্তি

চাঁদপুরের হাইমচরের কাটাখালী লঞ্চঘাট এলাকার চলাচলের রাস্তাটি বেহালদশায় জনদুর্ভোগ বেড়েছে। নয়ানী হতে কাটাখালী পর্যন্ত অন্তত ২ কিলোমিটার রাস্তার এমন বেহাল দশা থেকে মুক্তি চায় ভুক্তভোগীরা।

সরেজমিন বুধবার (২৭ নভেম্বর) গিয়ে দেখা যায়, প্রায় প্রতিদিনই এ রাস্তায় ভাঙায় পড়ে ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। একরকম চলাচলের অযোগ্য হয়ে গেছে এ রাস্তাটি। 

স্থানীয় বাসিন্দা আলম হাওলাদার, কালাম পাটোয়ারী ও তাহের পাটোয়ারী জানান, রাস্তাটি পুরাতন বেড়ি বাঁধের ওপরে হওয়ায় সাধারণ রাস্তা থেকে অনেক উঁচু। এ রাস্তার প্রায় সব জায়গায় দু’পাশে ভেঙে পড়েছে। নয়ানী হতে শুরু করে ঢেলের বাজার হয়ে কাটাখালী লঞ্চঘাট পর্যন্ত রাস্তায় এখন বড় বড় গর্ত। রাস্তাটি মেরামতের অভাবে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

এ রাস্তায় চলাচলকারী স্থানীয় বাসিন্দা কাদির রাড়ি জানান, এই রাস্তাটি এ এলাকার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে রাস্তাটি দিন দিন আরও নষ্ট হয়ে যাচ্ছে। মেরামতের জোর দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াসিম উদ্দিন বলেন, “রাস্তাটি সম্পর্কে আমরা অবগত আছি। চলতি অর্থবছরের মধ্যেই রাস্তাটি মেরামত করা হবে।”

ঢাকা/অমরেশ/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়