ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২৮ নভেম্বর ২০২৪  
আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন

আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন আইনজীবীরা। ছবি: রাইজিংবিডি

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এ মানববন্ধন হয়।

নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হকের সভাপত্বিতে বক্তব্য দেন সাবেক পিপি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ বাগচী, অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা এসএ মতিন প্রমুখ।

বক্তারা অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং ইসকনকে দ্রুত নিষিদ্ধের আহ্বান জানান।

ঢাকা/শরিফুল/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়