ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আইনজীবী হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ 

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২৮ নভেম্বর ২০২৪  
আইনজীবী হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ 

মাগুরায় আইনজীবীদের বিক্ষোভ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে (৩৫) কুপিয়ে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ সমাবেশে করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মাগুরা জজ আদালত চত্বরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী সমিতির জেলা সভাপতি খান রোকনুজ্জামানের সভাপতিত্বে বক্তারা বলেন, চট্রগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় এক আইনজীবী খুন হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের মাধ্যমে বিচার করতে হবে। 

আরো পড়ুন:

বক্তারা আরও বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী দেশের সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রশিদ, কুমুদ রঞ্জন বিশ্বাস, তরিকুল ইসলাম কবির, মনিরুল ইসলাম কামুল, বিজ্ঞ বিপি সাখাওয়াত হোসেন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে শেষে মিছিল বের হয়। মিছিলটি শহরের চৌরাঙ্গী মোড় ঘুরে জজ কোর্টে গিয়ে শেষ হয়। 

মাগুরা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়