সিলেটে সাড়ে ৩৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকায় থেকে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর থানার বুঝবন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. বুলবুল আহমেদ (৫০) ও একই গ্রামের মৃত রুবেল মিয়ার মেয়ে শোভা আক্তার (২২)।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে র্যাবের একটি দল ইয়াবাসহ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/নুর/ইমন