ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ময়মনসিংহে বিসিক শিল্পনগরীর গুদামে অগ্নিকাণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৩৩, ২৯ নভেম্বর ২০২৪
ময়মনসিংহে বিসিক শিল্পনগরীর গুদামে অগ্নিকাণ্ড

শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের মাসকান্দায় বিসিক শিল্পনগরীতে কীটনাশকের গুদামে আগুন লাগে

ময়মনসিংহ শহরের মাসকান্দায় বিসিক শিল্পনগরীতে একটি গুদামে অগি্‌নকাণ্ড ঘটেছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হেকেম বাংলাদেশের কীটনাশকের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

হেকেম বাংলাদেশের ময়মনসিংহ এরিয়া ম্যানেজার মামুন অর রশিদ বলেছেন, ‘‘ওই গুদামে কীটনাশক তৈরির উপকরণ ছিল। গুদামটি সব সময় তালাবদ্ধ থাকে। অগ্নিকাণ্ডে সময় সেখানে শুধু একজন দারোয়ান ছিল।’’

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক মতিউর রহমান বলেছেন, ‘‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’’

ঢাকা/মিলন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়