ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মুন্সীগঞ্জে হামলায় বিএনপির ৪ কর্মী আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:০০, ২৯ নভেম্বর ২০২৪
মুন্সীগঞ্জে হামলায় বিএনপির ৪ কর্মী আহত

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত ব্যক্তিরা

মুন্সীগঞ্জে ব্যবসায়িক প্রতিপক্ষের হামলায় বিএনপির ৪ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাকিবুল হাসান (২৫), হুমায়ুন (৪০) ও মো. মামুন (৩৫)। আহতদের উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অপর আহত মো. হোসেনকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘‘আহত ব্যক্তিরা সবাই পঞ্চসার ইউনিয়ন বিএনপির কর্মী। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।’’

আরো পড়ুন:

আহত রাকিবুল হাসান বলেন, ‘‘নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের বড় মসজিদের কাছে আমার বাবার একটি বালু ব্যবসার গদি রয়েছে। সম্প্রতি বাবা সেখানে একটি ড্রেজার বসানোর পরিকল্পনা করেন। এ নিয়ে তার সঙ্গে নয়াগাঁও পশ্চিমপাড়া গ্রামের মানিক মাদবরের সঙ্গে বিরোধ দেখা দেয়। শুক্রবার দুপুরে সেই গদিতে আমরা কয়েকজন বসেছিলাম। এ সময় মানিকের নেতৃত্বে একদল লোক আমাদের ওপর হামলা চালায়।’’

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজীব দে বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়