ঢাকা     শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৫ ১৪৩১

ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে: অধ্যক্ষ আলমগীর

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ২৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৪১, ২৯ নভেম্বর ২০২৪
ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে: অধ্যক্ষ আলমগীর

অধ্যক্ষ আলমগীর হোসেন

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও  শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলছে। দেশকে মেধা শূন্য করেছে তারা। তাদের সময়কার ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থাকে আমাদেরই আবার ঠিক করতে হবে। এজন্য সর্বপ্রথম আমাদের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।” 

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির নাজিরপুর পশ্চিমাঞ্চলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি টেকনিক্যাল কলেজ এন্ড স্কুলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আলমগীর বলেন, “আওয়ামী লীগ সরকার চাকরিতে এমন বৈষম্য সৃষ্টি করেছিল যার কারণে আমাদের সন্তানরা রাজপথে নেমে এসেছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ আজ নতুনভাবে স্বাধীন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেও তার দোসরা এখনো বিভিন্ন স্তরে রয়ে গেছে। তারা দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। শিক্ষকদের প্রতি অনুরোধ, যারা সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চাবে তাদের ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন।” 

বাংলাদেশ শিক্ষক সমিতি নাজিরপুর পশ্চিমাঞ্চলের আহ্বায়ক মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্ব সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- নাজিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক মাস্টার শাজাহান গাজী, সদস্য সচিব জাহিদ হাসান, নাজিরপুর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক এস এম রেজাউল করিম এবং সদস্য সচিব আব্দুল লাহেল মাহমুদ প্রমুখ। 

ঢাকা/তাওহিদুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়