ঢাকা     শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৫ ১৪৩১

‘দেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন’

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ২৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:০৫, ২৯ নভেম্বর ২০২৪
‘দেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন’

শুক্রবার রাজশাহীতে জামায়াতে ইসলামীর সদস্য শিক্ষা বৈঠকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ‘‘দেশকে অস্থিতিশীল করতে নতুন নতুন ষড়যন্ত্র অব্যাহত আছে। তাই, এখন কোনো বিভক্তি নয়; দেশ গঠনে এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন।’’

শুক্রবার (২৯ নভেম্বর) রাজশাহীতে জামায়াতের সদস্য শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা এ বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমির ড. কেরামত আলী।

বৈঠকে মাওলানা আবদুল হালিম বলেন, ‘‘দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর। দলীয় স্বার্থের বিপরীতে সকলকে দেশের স্বার্থকেই বড় করে দেখতে হবে। নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে।’’

জামায়াতের কর্মী মানেই সমাজকর্মী, দাবি করে দলটির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘‘জামায়াতের কর্মীদের যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। জামায়াত সব সময় জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে এসেছে। এজন্যই অনেক জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যা করেও জামায়াতকে দমন করা যায়নি।’’

নগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন ও সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বৈঠকে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নিজাম উদ্দীনও।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যাপক শাহাদাৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদ প্রমুখ। 

এ দিন জামায়াতের নারী সদস্যদের নিয়ে নগরের আরেকটি মিলনায়তনে পৃথক সদস্য শিক্ষা বৈঠক করা হয়।

ঢাকা/কেয়া/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়