ঝিনাইদহে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষ, আহত ৫
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা নামক স্থানে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা বটতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের সিহাব হোসেন (২৫), কোটচাঁদপুর উপজেলার নওদাগ্রামের তামিম হোসেন (১৫), তার বাবা মনিরুল ইসলাম (৪২), নায়ায়ণগঞ্জ এলাকার শাকিব হোসেন (২৫) ও তার স্ত্রী অরিন আক্তার (২১)। এদের মধ্যে নসিমন চালক মনিরুল ইসলাম ও তার ছেলে তামিম এবং মোটরসাইকেলের আরোহী শাকিব হোসেনকে যশোরে রেফার্ড করেছেন চিকিৎসক।
এলাকাবাসী জানায়, আজ সন্ধ্যার দিকে কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে মোটরসাইকেলে করে তিন জন যাচ্ছিলেন। ঈশ্বরবা বটতলা নামক স্থানে পৌঁছালে কোটচাঁদপুরগামী শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন জন এবং নসিমনের চালকসহ দুই জন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় আহত পাঁচ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের যশোরে রেফার্ড করা হয়েছে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ