ঢাকা     শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৫ ১৪৩১

কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:১৭, ২৯ নভেম্বর ২০২৪
কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ফকির বাড়ি রেলক্রসিং মোড় এলাকায় মারা যান তিনি।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়া বলেন, “দুর্ঘটনার পরপরই এলাকাবাসী আমাদের ফোনে বিষয়টি জানান। ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে এক ব্যক্তি রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময়  ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস লোকাল ট্রেনটি ফকির বাড়ির রেলক্রসিংয়ের কাছে ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরো পড়ুন:

তারা আরো জানান, ধাক্কা দেওয়ার আগে ট্রেনটির চালক কয়েকবার হর্ন বাজিয়েছেন। মারা যাওয়া ব্যক্তি রেল লাইন থেকে সরতে পারেননি। ঘটনার পর এলাকাবাসী দ্রুত সেখানে যান। কেউ তাকে চিনতে পারেননি। 

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়