হবিগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. আব্দুল কুদ্দুস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল কুদ্দুসকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যেরাতে উপজেলার সতং বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের তথ্য জানান চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম।
গ্রেপ্তার আব্দুল কুদ্দুস পাইকপাড়া ইউনিয়নের বাসিন্দা।
গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকসহ (ব্যারিস্টার সুমন) ৯৭ আসামির নাম উল্লেখ করে এবং প্রায় ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। আব্দুল কুদ্দুস এ মামলার এজাহারনামীয় আসামি।
ওসি নজরুল ইসলাম জানান, নতুন ব্রিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় ব্যারিস্টার সুমনসহ আট আসামি গ্রেপ্তার হয়েছেন।
মামলার বাদী মো. নাসির উদ্দিনের অভিযোগ, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আন্দোলনকারীদের ওপর তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ আহত হন।
ঢাকা/মামুন/মাসুদ