ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৩০ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪২, ৩০ নভেম্বর ২০২৪
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার ও সেক্রেটারি মানোয়ার।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মাওলানা আবদুল জব্বারকে আমির ও ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনকে সেক্রেটারি করে এ কমিটি ঘোষণা করা হয়। জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ আবদুল জব্বার আমির নির্বাচিত হন। 

মহানগর আমির আবদুল জব্বার মজলিসে শুরার সাথে পরামর্শ করে মাওলানা আব্দুল কাইয়ুমকে নায়েবে আমির, ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনকে সেক্রেটারি এবং মাওলানা জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিনকে সহকারী সেক্রেটারি মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেন। 

এতে নির্বাচিত নারায়ণগঞ্জ মহানগরীর মজলিসে শুরার সকল সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জ মহানগরীর সব জনশক্তিকে কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলে এ ময়দানকে ইসলামের আলোকে গঠনের আন্দোলনে জান মাল দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে পতিত ফ্যাসিস্ট সরকারের এজেন্টদের সকল উসকানিমূলক আচরণকে ধৈর্য্যর সঙ্গে মোকাবিলা করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি।

ঢাকা/অনিক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়