পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হিমালয় পর্বতমালার কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে প্রতিবছরই শীতের তীব্রতা বেশি থাকে। মৌসুম জুড়ে প্রায় দিনই তাপমাত্রার পারদ থাকে দেশের সর্বনিম্ন। এ বছরও কমতে শুরু করেছে তামপাত্রা। নেমে এসেছে ১০ ডিগ্রির ঘরে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় এ জেলায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই দিন ভোর ৬টায় রেকর্ড হয়েছিলো ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তাপমাত্রার পারদ কমে আসলেও দ্রুতই দেখা মিলেছে ঝলমলে রোদের। শীত উপেক্ষা করেই দরিদ্র শ্রেণির মানুষগুলো ছুটছেন কাজের উদ্দেশ্যে। তবে গত কিছুদিন ধরেই সন্ধ্যার পর হিমেল বাতাসে কাবু করছে এখানকার মানুষকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ে। সকাল অবধি থাকে ঘনকুয়াশাও।
জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, “কয়েকদিন ধরে এখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিলো। আজকে তা নেমে এসেছে ১০ দশমিক ৩ ডিগ্রিতে।”
ঢাকা/নাঈম/ইমন