ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৪ মহিষ আটক

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৩০ নভেম্বর ২০২৪  
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৪ মহিষ আটক

আটক হওয়া মহিষ

কুষ্টিয়ায় সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যরা ভারত থেকে অবৈধভাবে দেশে নিয়ে আসা ১৪টি মহিষ আটক করেছে। মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ টাকার কোকেন উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডিগ্রিরচর সীমান্ত এলাকা থেকে ৯টি ভারতীয় মহিষ আটক করা হয়। পরদিন শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই এলাকা থেকে আরও পাঁচটি মহিষ আটক করা হয়। এ ছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর উপজেলার আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়। এ মাদকের বাজারমূল্য ১২ লাখ টাকা।

আরো পড়ুন:

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ও কোকেন উদ্ধার করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

ঢাকা/কাঞ্চন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়