ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ৩০ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:২১, ১ ডিসেম্বর ২০২৪
বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নিখোঁজ

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হেলাল উদ্দিন (২৭) সাবরাং ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

নৌকার মালিক এনাম উল্লাহ জানিয়েছেন, সাগরে মাছ শিকারে গিয়ে বড় এক ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পড়ে হেলাল উদ্দিন নিখোঁজ হয়েছেন। এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা করছেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, সাগরে নৌকা নিয়ে মাছ শিকারে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

ঢাকা/তারেকুর/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়