ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেসিসি’র সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ৩০ নভেম্বর ২০২৪  
কেসিসি’র সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

এস এম রফিউদ্দিন আহমেদ রফিক

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার মেইন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম। 

আরো পড়ুন:

রফিকউদ্দিন আহমেদ রফিক কেসিসি’র ২৭ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর। তাকে খালিশপুর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, “সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন রফিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যা মামলায় অভিযুক্ত রয়েছেন। তাছাড়া তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দুটি নাশকতা মামলা রয়েছে, যার নং ১০ ও ১১। মামলা দুটি এ বছরের ৩০ আগস্ট খালিশপুর থানায় হয়েছে। ওই মামলার একটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি আমাদের হেফাজতে রয়েছেন।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়