ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মুন্সীগঞ্জে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ৩০ নভেম্বর ২০২৪   আপডেট: ২৩:০১, ৩০ নভেম্বর ২০২৪
মুন্সীগঞ্জে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে

শাহিদা আক্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছী সার্ভিস লেন সড়কে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে। তার নাম শাহিদা আক্তার। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত মোতালেব হোসেনের মেয়ে। 

শাহিদা আক্তার দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকার ওয়ারী এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুর খবর পেয়ে বিকেলে নিহতের স্বজনরা শ্রীনগর থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানিয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সড়কে শ্রীনগর উপজেলার দোগাছী এলাকায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে জানালে পুলিশ সেটি উদ্ধার করে। 

আরো পড়ুন:

নিহত শাহিদার মা জরিনা বেগম অভিযোগ, তৌহিদ নামের এক ছেলের সঙ্গে শাহিদার সম্পর্কে ছিল। কলহের জের ধরে তৌহিদ তাকে হত্যা করতে পারে। 

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতকে গ্রেপ্তার ও হত্যার মোটিভ উদ্ঘাটনের চেষ্টা চলছে। 
 

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়