ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:০৩, ১ ডিসেম্বর ২০২৪
দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

ফাইল ফটো

দিনাজপুরে দিন দিন তাপমাত্রা কমায় শীত বেশি অনুভূত হচ্ছে। সেই সঙ্গে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রিতে। শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

রোববার (১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৭ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও নিজেদেরকে উষ্ণ রাখার চেষ্টা করছেন শীতার্ত মানুষগুলো। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

ঢাকা/মোসলেম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়